স্থাপিত ২০১০ খ্রি., EIIN: 137780
ই-মেইল: [email protected]
আবৃত্তিশিল্পী শ্রাবণী সুলতানা কিছু ছোট কবিতা দিয়ে সাজিয়েছেন ‘বাজুক শঙ্খ বাজুক প্রেম’ কবিতা অ্যালবাম।
অ্যালবামটিতে রয়েছে ‘‘ভালবাসবো বলে”, তসলিমা নাসরিনের ”কেউ কেউ তো থাকে এমন”, নির্মলেন্দু গুণের ‘‘অনন্ত বিরহ চাই”, ”তোমার কাছে আসা” সহ আরো বেশ কিছু কবিতা। কবিতা গুলো শোনা যাবে শ্রাবণী সুলতানার ফেসবুক পেজ ‘শ্রাবণীর কবিতা চৌকাঠ‘ ও ইউটিউব চ্যানেলে Srabony’s Kobita Choukath – কবিতা চৌকাঠ