স্থাপিত ২০১০ খ্রি., EIIN: 137780
ই-মেইল: [email protected]
প্রিয় শিক্ষার্থী, শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী ও শুভানুধ্যায়ী আসসালামু আলাইকুম। হাজী মুহাম্মদ জয়নাল আবেদীন কমার্স কলেজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশে আধুনিক প্রযুক্তির নির্ভর এবং বিশ্ব উপযোগী শিক্ষা বিস্তারের অঙ্গীকার নিয়ে ২০১০ সালে এই প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ। নিয়ম শৃঙখলার যথাযথ প্রয়োগ ছাড়াও রয়েছে নিবেদিত ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী এবং (যারা অতন্ত্র প্রহরীর মত শিক্ষার্থীদের শিক্ষা দানে সদা সচেষ্ট) তাদের স্বউদ্দ্যেগে প্রণীত বিভিন্ন শিক্ষা সহায়ক পুস্তক, আধুনিক ল্যাব, সমৃদ্ধ লাইব্রেরী মাল্টিমিডিয়া তথা প্রযুক্তি সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে শিক্ষাব্যবস্থায় সকল সুযোগ আমরা বিশ্বাস করি আমাদের লক্ষ্য যদি অটুট থাকে, এর সাথে আপনাদের অকুণ্ঠ সমর্থন যদি আমরা পাই, হাজী মুহাম্মদ জয়নাল আবেদীন কমার্স কলেজকে দেশ ও জাতির কল্যাণে এক অনন্য মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে মানুষ চিনবে এবং জানবে। আমরা আপনারা এবং আমাদের প্রিয় শিক্ষর্থীরা নিশ্চয় গর্ববোধ করবো। অত্র কলেজের একজন সদস্য হিসেবে। প্রকৃত শিক্ষার আলোকে প্রগতিশীল এবং সুশিক্ষায় শিক্ষিত বাংলাদেশ গড়ার দৃঢ় অঙ্গীকার সফল করার লক্ষ্যে আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি।
আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম
হাজী মুহাম্মাদ জয়নাল আবেদীন কমার্স কলেজ